ঘূর্ণিঝড় বুলবুল: পটুয়াখালীতে ১ লাখ ৬৫ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে

  ঘূর্ণিঝড় বুলবুল
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বিশেষ সভা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বিশেষ সভা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় জেলা প্রশাসক জানান, এ পর্যন্ত মোট ৬৮৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এতে ১ লাখ ৬৫ হাজার মানুষ ইতোমধ্যে আশ্রয় নিয়েছে। এছাড়া জেলায় ৬৫২৫ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। প্রস্তুত রাখা হয়েছে ৭৪টি মেডিকেল টিম।

পটুয়াখালী শেখ হাসিনা সেনা নিবাসের ক্যাপ্টেন শিবলী জানান, সেনাবাহিনী চারটি ক্যাম্পের মাধ্যমে ৮টি উপজেলায় কাজ করবে। ইতোমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।