'খালি ছবি তুলবেন, মোগো খাওন দিয়া যান'

  ঘূর্ণিঝড় বুলবুল
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

'খালি ছবি তুলবেন, খালি পেটে কতক্ষুণ থাহা যায়, দুহুর হইতে গুরাগারা লইয়া না খাইয়া রইছি' এভাবেই নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছে পটুয়াখালীর হামিদ উদ্দিন মৃধা কলেজের নবনির্মিত ভবনে আশ্রয় নেয়া ৫০ টি বেদে পরিবার।

স্থানীয়রা জানান, এসব বেদে সম্প্রদায়ের মানুষ ঝুপড়ি ঘর তুলে মূল বেড়িবাঁধের বাইরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় বুলবুলের খবরে শনিবার দুপুরের আগেই তারা আশ্রয়কেন্দ্র সন্ধানে হাজী হামেজ উদ্দিন মৃধা কলেজের নির্মাণাধীন ভবনের তিন তলায় আশ্রয় নেয়। আশ্রয় নেয়ার পর দুপুর থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও তাদের পেটে কিছু পড়েনি।

বিজ্ঞাপন

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার সরবরাহ করার কথা বলা হলেও এসব আশ্রয়কেন্দ্রে এখনো কোন খাবার পৌঁছানো হয়নি।

তবে পটুয়াখালী সদর উপজেলার-ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থান করা পরিবারের জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেয়া যাবে।  

বিজ্ঞাপন