সেনা ক্যাম্পে রাশিয়ার হামলা, কিয়েভে ব্যাপক সংঘর্ষ

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিয়েভের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে রাশিয়ার সৈন্যরা। তবে তা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনী সেনা ঘাঁটিতে হামলা প্রতিহতের কথা জানায়।

ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ান সৈন্যরা শহরের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দখল করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের উদ্ধৃতি দিয়ে কিয়েভের স্থানীয় সরকার এক বিবৃতিতে বলেছে, কিয়েভের রাস্তায় যুদ্ধ শুরু হয়েছে। এই মুহূর্তে শহরের রাস্তায় যুদ্ধ চলছে। এসময় তিনি কিয়েভের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে এবং জানালা বা বারান্দার কাছে না যাওয়ার জন্য সতর্ক করেন।