আমাকে ধরার রুশ পরিকল্পনা ভেস্তে গেছে: জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমাকে ধরার রুশ পরিকল্পনা ভেস্তে গেছে।

দেশটির রাজধানী কিয়েভ থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমাকে ধরতে ও সেনাদের ক্ষমতা দখল করতে পুতিনের পরিকল্পনা ভেস্তে গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ইউক্রেনে আগ্রাসন বন্ধ করতে পুতিনকে চাপ দেওয়ার জন্য রাশিয়ানদের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়েছি।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিয়েভ এবং এর আশেপাশের প্রধান শহরগুলির নিয়ন্ত্রণে এখনও ইউক্রেনীয় বাহিনীর হাতে।

তিনি আরও বলেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার অধিকার অর্জন করেছে।

ইউক্রেন বর্তমানে ইইউ-এর সদস্য নয়, তবে ইউরোপীয় ব্লকে যোগদানের আকাঙ্ক্ষা সংবিধানে অন্তর্ভুক্ত করেছে দেশটি।

জেলেনস্কি বলেন, আমাদের সামরিক বাহিনী, ন্যাশনাল গার্ড, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী, বিশেষ পরিষেবা ও ইউক্রেনের নাগরিকরা অনুগ্রহ করে লড়াই চালিয়ে যান। আমরা অবশ্যই জিতব।

শত্রুদের আক্রমণ আমরা সফলভাবে প্রতিহত করছি। আমরা জানি, আমরা আমাদের ভূমি এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করছি। কিয়েভ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বলেন দেশটির প্রেসিডেন্ট।