রুশ সেনাদের বিভ্রান্ত করতে সড়ক সংকেত সরাচ্ছেন ইউক্রেন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানি উক্রভটোড, রাস্তায় থাকা দিক নির্দেশনার চিহ্নগুলো সরিয়ে ফেলছে। এসড়কের ঠিকঠাক দিক নির্দেশনা না পেলে রুশ বাহিনী বিভ্রান্ত হয়ে পথ হারাবে আর বিপাকে পড়বে এমন উদ্দেশ্যেই সড়ক সংকেত মুছে দেয়ার এই সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর রয়টার্সের।

ইউক্রেনীয় প্রতিষ্ঠান উক্রভটোড তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ‘শত্রুদের যোগাযোগে দুর্বলতা রয়েছে। তারা ভূখণ্ডে সঠিকভাবে চলাচল করতে পারে না। আসুন তাদের নরকে যেতে সাহয্য করি।’

বিজ্ঞাপন

তারা রোড সাইনের স্থানগুলোতে বিভিন্ন ধরনের শব্দ সম্বলিত ছবি লাগিয়ে দিয়েছে। যা অনুবাদ করলে দাঁড়ায় ‘গো ফাক ইউরসেল্ফ’, ‘গো ফাক ইউরসেল্ফ এগেইন’ এবং ‘গো ফাক ইউরসেল্ফ ব্যাক ইন রাশিয়া’।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়ার সামরিক বাহিনী। রুশ বাহিনীর তীব্র আক্রমণের মুখে পাল্টা প্রতিরোধও গড়ে তুলেছে ইউক্রেনেরা সেনারা। অব্যাহত এই লড়াই তথা হামলা-পাল্টা হামলার মধ্যে গোলাগুলিতে কিয়েভে ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বিজ্ঞাপন