এবার খারকিভের নিয়ন্ত্রণে ইউক্রেন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ সেনাদের কাছ থেকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিয়ন্ত্রণ নিল দেশটির সেনাবাহিনী। খবর বিবিসির।

স্থানীয় সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ এ তথ্য জানান।

বিজ্ঞাপন

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, খারকিভের পুরো নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী ও পুলিশ শহরটি শত্রুমুক্ত করতে কাজ করছে।

রুশ সেনারা রাতারাতি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যায়, ইউক্রেনীয় ও রুশ সেনাদের মধ্যে ব্যাপক লড়াই হচ্ছে।

বিজ্ঞাপন

দেশটির বেসামরিক নাগরিকরা বিবিসিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, খারকিভ ইউক্রেনের নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং রাস্তায় সংঘাত কমছে।

এর আগে, খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান বলেছিলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে প্রবেশ করেছে রুশ সেনারা। তার বক্তব্যের আগে, ফুটেজে দেখা গেছে কিছু রাশিয়ান সামরিক যান উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।