পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখলের দাবি রাশিয়ার, ইউক্রেনের অস্বীকার

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল করছে বলে দাবি করেছে রাশিয়া। তবে, রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন। ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হলো জাপোরিঝিয়া।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

পারমাণবিক কোম্পানি Energoatom ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছে, মস্কোর এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।

এর আগে, সোমবার রাশিয়া বলেছিল যে তাদের সেন্যরা প্ল্যান্টটি দখল করেছে এবং কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ান সেনারা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে।

তিনি আরও বলেন, প্ল্যান্টটির রক্ষণাবেক্ষণ এবং স্বাভাবিক মোডে তেজস্ক্রিয় পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা।