চীনা নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেয়া হচ্ছে

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ছয় দিন ধরে চলছে। সোমবার সংকট নিরসনে আলোচনায় বসলেও তার কোন সমাধান আসেনি। সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে আলোচনা। রাশিয়ার আগ্রাসনের আগে থেকেই বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। এবার চীনা দূতাবাস ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেবার কাজ শুরু করেছে।

দূতাবাস বলছে, চীনা নাগরিকদের প্রথম দলটি সোমবার ইউক্রেন ছেড়ে গেছে। চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলছে, এদের মধ্যে ইউক্রেনে অধ্যয়নরত চীনের শিক্ষার্থীরা ছিল। রাজধানী কিয়েভ থেকে সরিয়ে তাদের মলদোভায় নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বেইজিং থেকে বিবিসির সংবাদদাতা স্টেফান ম্যাকডনেল বলছেন, এখন চীনের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেবার বাড়তি তাৎপর্য থাকতে পারে।

এর একটি কারণ হতে পারে - শুরুতেই নিজ দেশের নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে রাশিয়াকে হতাশ করতে চায়নি।

বিজ্ঞাপন

দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে - চীন হয়তো ভেবেছিল যে রাশিয়া খুব দ্রুত ইউক্রেন নিয়ন্ত্রণে নেবে। ফলে চীনের নাগরিকদের সরিয়ে আনার প্রয়োজন হবে না।

তৃতীয় কারণটি আরো বেশি উদ্বেগজনক। চীন হয়তো হিসেব করে দেখেছে যে আসছে দিনগুলোতে রাশিয়ার আক্রমণ আরো মারাত্মক হতে পারে।