ইউক্রেন হামলায় রাশিয়ার সঙ্গে যোগ দেবে না বেলারুশ

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন হামলায় রাশিয়ার সঙ্গে তার দেশের সেনারা যোগ দেবে না। খবর বিবিসির।

মঙ্গলবার (০১ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে পুতিনের এই ঘনিষ্ঠ মিত্র বলেন, বেলারুশিয়ান সেনাবাহিনী সামরিক পদক্ষেপে অংশ নিচ্ছে না এবং কখনও অংশগ্রহণ করেওনি। আমরা এটি প্রমাণ করতে পারি।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাশিয়ান নেতৃত্ব আমাদের এই সশস্ত্র সংঘাতে জড়িত হতে বলেনি। তাছাড়া আমরা ইউক্রেনে এই বিশেষ অভিযানে অংশ নিতে চাই না।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) আশঙ্কা করা হচ্ছিল লুকাশেঙ্কো কিয়েভ আক্রমণে যোগ দেওয়ার জন্য একটি সামরিক বাহিনী পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র নেড প্রাইস বলেছেন, রাশিয়া বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনে তার আগ্রাসন শুরু করে বেলারুশের সার্বভৌমত্বকে বিদ্রূপ করেছে।