কিয়েভ ত্যাগ করা আরো ঝুঁকিপূর্ণ

  রুশ-ইউক্রেন সংঘাত
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের রাজধানী কিয়েভ

ইউক্রেনের রাজধানী কিয়েভ

রাশিয়ান সাঁজোয়া যান, ট্যাঙ্ক এবং কামানের বিশাল বহর। এসব উপেক্ষা করে রাস্তায় বের হয়ে কিয়েভ ত্যাগ করা বাসিন্দাদের জন্য আরো বিপজ্জনক।

ওলেসিয়া সিরা নামে এক নারী জানান, তিনি বিদেশে পালিয়ে না গিয়ে রাজধানীতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সবাই বলছে- আপনি বের হন আমরা আপনাকে সাহায্য করতে পারি। চিন্তা করবেন না। থাকার জায়গা আছে। গাড়ি আছে, ট্রেন আছে। কিন্তু বের হলে পথে আপনার সাথে যেকোন কিছু হতে পারে।

ওলেসিয়া বলেন, আমি শুনেছি যে কিয়েভ থেকে সীমান্তে গাড়ি চালানোর সময় কিছু লোক গুলিবিদ্ধ হয়েছে। তাই ঝুঁকি নিতে পারি না। বিশাল ঝুঁকি রয়েছে। আমি কোথাও ভ্রমণের চেয়ে আমার বাড়িতে বা আমার পাশের আশ্রয়কেন্দ্রে সবচেয়ে নিরাপদ বোধ করছি। আমি কোথায় ঘুমাতে যাচ্ছি তাও জানি না।

বিজ্ঞাপন

ওলেসিয়া জানান, ইউক্রেনের সেনাবাহিনী শক্তিশালী এবং জনগণ অনেকটা ঐক্যবদ্ধ। প্রত্যেক ইউক্রেনীয় যেকোন উপায়ে সাহায্য করতে ইচ্ছুক। এসব দেখে আমি বুঝতে বুঝতে পেরেছি আমরা দেশ হিসেবে আগের চেয়েও শক্তিশালী।