হামলার আগে কিয়েভবাসীদের সর্তক করল রাশিয়া
রুশ-ইউক্রেন সংঘাতইউক্রেনের গোয়েন্দা পরিষেবার অবকাঠামোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ কারণে এর আশপাশে বসবাসকারী কিয়েভের বাসিন্দাদের জন্য হামলার সতর্কতা জারি করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (০১ মার্চ) সন্ধ্যায় এই সতর্কতা জারি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থার প্রযুক্তিগত কেন্দ্র এবং কিয়েভের ৭২তম প্রধান সাইঅপস (সাইকোলজিক্যাল অপারেশন ইউনিট) কেন্দ্রের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
বিবৃতিতে আরও হয়, আমরা ইউক্রেনের নাগরিকদের, যাদেরকে জাতীয়তাবাদীরা রাশিয়ার বিরুদ্ধে উসকানি চালাতে ব্যবহার করছে এবং রিলে স্টেশনের কাছাকাছি বসবাসকারী কিয়েভের বাসিন্দাদের তাদের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
কর্মকর্তারা দাবি করেন রাশিয়ার বিরুদ্ধে তথ্য হামলা ঠেকাতে এই হামলা চালানো হচ্ছে।
রাশিয়ার আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত ৩৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।