আজ ফের বৈঠকে বসবে রাশিয়া-ইউক্রেন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলার পঞ্চম দিনে প্রথম দফায় শান্তি আলোচনায় বসলেও কোনো সমঝোতায় আসতে পারেনি যুদ্ধরত দেশ দুটি। ওই দিন শুধু সমাধানের পথ চিহ্নিত করে আলোচনার জন্য স্ব স্ব রাজধানীতে ফিরে যায় দুই দেশের প্রতিনিধি দল। সেই শান্তি আলোচনার ধারাবাহিকতায় আজ বুধবার ফেরবৈঠকে বসবে দেশ দুটি।

ইউক্রেনের গণমাধ্যম গ্লাভকম দেশটির প্রতিনিধিদলের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায়, প্রথম বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে কথা বলবেন তারা।

বিজ্ঞাপন

ইউক্রেন কোনো জোটে যোগ না দেওয়া, প্রশাসনিক সীমান্তে দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দেওয়া এবং ক্রিমিয়ার ওপর থেকে নিজেদের দাবি ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে রেখেছে রাশিয়া।

অন্যদিকে গ্লাভকমের তথ্যমতে, ইউক্রেন যুদ্ধবিরতির পাশাপাশি তাদের দেশ থেকে রাশিয়ার বাহিনীর প্রত্যাহার দাবি করে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। আর রাশিয়ার দলে নেতৃত্ব দেন প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমিন মেদেনস্কি।

বেলারুশের গোমেল অঞ্চলে প্রথম দফার বৈঠক হয়েছিল। কিন্তু সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।