শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি, প্রতিহত করেছি: জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলার এক সপ্তাহে দেশটির অধিকাংশ সীমান্তের অঞ্চলগুলো দখলে নিয়েছে রুশ বাহিনী। মস্কো দাবি করেছে, ‘কিয়েভ দখলে নেওয়া এখন তাদের জন্য শুধুই সময়ের ব্যাপার। তারা রাজধানীর বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার প্রস্তাবও দিয়েছে।’

তবে রাশিয়ার এমন দাবি মানতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার বহুমুখী হামলা সত্বেও এখনও পরিস্থিতি আমাদের প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে। খবর বিবিসি ও আল-জাজিরার।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে এক ভিডিওবার্তায় জেলেনস্কি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘ক্রেমলিনের ধারণা ছিল, তারা খুব সহজে বিজয় লাভ করবে। তবে আমরা তাদের রুখে দিয়েছি, প্রতিহত করেছি। প্রত্যেক দখলদারের জানা উচিত, তারা ইউক্রেনীয়দের কাছ থেকে ভয়ংকর সব প্রতিক্রিয়া পাবে। আমরা এমন একটি জাতি, যারা এক সপ্তাহে শত্রুর পরিকল্পনা ভেঙে দিয়েছি।’

বিজ্ঞাপন

আরেক ভিডিওতে ভ্লাদিমির পুতিনের উদ্দেশে তিনি বলেন, ‌‌‘তোমরা এবার বাড়ি যাও, নিজের ঘরে ফিরে যাও। স্বাধীনতা ছাড়া আমাদের হারানোর কিছু নেই, আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের মিত্ররা যে সামরিক সহায়তা পাঠাচ্ছে, তা প্রতিদিন গ্রহণ করা হচ্ছে।’

রুশ বাহিনীর আক্রমণকে মহামারি করোনাভাইরাসের সঙ্গে তুলনা করে জেলেনস্কি বলেন, ‘দুই বছর আগে ইউক্রেন প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী দেখেছিল। গত এক সপ্তাহ ধরে আরেক মহামারি ভাইরাস ইউক্রেনে আক্রমণ শুরু করেছে।’