ইউক্রেন হামলায় নিজেদের নিরাপত্তা দেখছে মস্কো

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে এক সপ্তাহ ধরে সামরিক অভিযানের মধ্যে নিজেদের নিরাপত্তা দেখছে মস্কো বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) রাশিয়ান ও বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে একটি অনলাইন সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ল্যাভরভ বলেন, বিশ্ব রাশিয়ার কথা শুনছে, তবে রাশিয়ানরা যা বলছে তা শুনছে কিনা সে সম্পর্কে আমি নিশ্চিত নই।

তিনি বলেন, রাশিয়া সত্যিই প্রতিবেশী দেশগুলির (যেগুলো ন্যাটোর অংশ) হুমকির মধ্যে রয়েছে।

বিজ্ঞাপন

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো ও পশ্চিমের মধ্যে সম্পর্ক অবনতি হওয়া সত্ত্বেও রাশিয়া এখনও ন্যাটোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে।