যুদ্ধাপরাধের তদন্তে ইউক্রেনে আইসিসির প্রতিনিধি দল
রুশ-ইউক্রেন সংঘাতরাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করার জন্য ইউক্রেনে প্রতিনিধি দল পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
আইসিসির প্রসিকিউটর করিম এ খানের বরাত দিয়ে বৃহস্পতিবার (০৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
করিম খান বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে কিনা, তা তদন্তে বুধবার (০২ মার্চ) একটি কমিটি তৈরি করেছি। আজ তারা এই অঞ্চলে যাচ্ছেন।
তিনি বলেন, সম্ভাব্য যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে।
প্রসিকিউটর করিম এ খান বলেন, ২০১৩ সালের ২১ নভেম্বর থেকে এখন পর্যন্ত ইউক্রেন পরিস্থিতি পর্যালোচনা করা হবে। গত ২০১৩ সালে ইউক্রেনে রাশিয়াপন্থী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরুর পর থেকে সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয় তদন্ত করা হবে।
তিনি বলেন, কানাডা ও ফ্রান্সসহ ৩৯ দেশের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হতে যাচ্ছে।