পুতিনকে হত্যা হবে রাশিয়া ও বিশ্বের জন্য ‘মহান কাজ’: মার্কিন সিনেটর

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হত্যা’ করা রাশিয়ার জন্য এবং বিশ্বের জন্য ‘একটি মহান কাজ’ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম।

তিনি বলেন, ‘রাশিয়াতে কোনো ব্রুটাস (জুলিয়াস সিজারের হত্যাকারী) আছেন? রুশ বাহিনীতে কি সফল কর্নেল স্টাফেনবার্গের (হিটলারকে হত্যাকারী) মতো কেউ আছেন? যুদ্ধ যুদ্ধ খেলা শেষ করার একমাত্র উপায় ওই লোকটাকে (পুতিন) সরিয়ে দেওয়া। যদি কেউ এটা করতে পারেন, সেটি আপনার দেশ এবং বিশ্বের জন্য মহান কাজ বলে বিবেচিত হবে।’

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে এক টুইটবার্তায় এসব কথা লেখেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। টুইটে তিনি পুতিনকে স্বৈরশাসক জুলিয়াস সিজার এবং অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন।

বিজ্ঞাপন

কিছুক্ষণ পরই রিটুইট করে সিনেটর গ্রাহাম লেখেন, ‘এটা শুধু রাশিয়াতে অবস্থান করা দেশটির নাগরিকদের প্রতি আহ্বান। বলা অনেক সহজ, কিন্তু করা কঠিন। যদি তুমি অন্ধকারাচ্ছন্ন সমাজে জীবন কাটাতে চাও, সেটা ভিন্ন কথা। তবে দারিদ্র্যতা কাটাতে এবং অন্ধকার দূর করতে, তাকে (পুতিনকে) সরানো উচিত।’

তবে ‘হত্যা’র মতো উসকানিমূলক টুইট করায় লিন্ডসে গ্রাহামকে সমালোচনা করেছেন অনেকে। রিটুইট করে জন ম্যাককার্টার নামে একজন লিখেছেন, ‘আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সিনিয়র সিনেটর হয়ে আপনার এমন মন্তব্য করা উচিত নয়, যা বিশ্বকে আরও সংকটে ফেলে দেবে।’

৬৬ বছর বয়সী লিন্ডসে গ্রাহাম দক্ষিণ কেরোলিনার রিপাবলিকান দল থেকে নির্বাচিত একজন সিনেটর।