রাশিয়ায় সামরিক আইন জারির পরিকল্পনা নেই: পুতিন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ায় সামরিক আইন জারি করার কোনও পরিকল্পনা নেই।

শনিবার (৫ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লটের জন্য কাজ করা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, শুধুমাত্র এই পদক্ষেপ বহিরাগত আগ্রাসনের ক্ষেত্রে, সামরিক কার্যকলাপের নির্ধারিত এলাকায় নেওয়া হবে।

তিনি বলেন, আমাদের এমন পরিস্থিতি নেই এবং আমি আশা করি এমন পরিস্থিতি আমাদের হবে না।

বিজ্ঞাপন

এর আগে গুজব ছড়ায় পুতিন সামরিক আইন ঘোষণা করার পরিকল্পনা করছেন। এর মধ্যেই পুতিন এই ঘোষণা দিলেন।

পুতিন বলেন, অন্যান্য বিশেষ জরুরি অবস্থা রয়েছে, যা বড় আকারের বাহ্যিক হুমকির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তবে সেগুলিও চালু করার কোনও পরিকল্পনা নেই তার বলে জানান।