ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দেবেন বাইডেন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার প্রশাসন ইউক্রেনের জন্য বাড়তি অর্থায়ন নিশ্চিত করতে কংগ্রেসের সঙ্গে কাজ করছে।

শনিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের সময় বাইডেন এ কথা জানান।

বিজ্ঞাপন

ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে দেশটির নাগরিক ও সেনা বাহিনীর দক্ষতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।

তবে ইউক্রেনের ওপর একটি নো-ফ্লাই জোন স্থাপনে সহায়তার জন্য জেলেনস্কির অনুরোধের বিষয়ে কোন কিছু জানায়নি হোয়াইট হাউস।

বিজ্ঞাপন

সংঘাত বাড়াতে পারে এ কারণে  যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলি জেলেনস্কির এমন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে তারা রাশিয়া এবং দেশটির ধনী ব্যক্তিদের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রসহ ন্যাটো দেশগুলি ইউক্রেনকে সামরিক, চিকিৎসা ও মানবিক সহায়তাও দিয়ে আসছে।