মারিওপোলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ ফের স্থগিত
রুশ-ইউক্রেন সংঘাতযুদ্ধবিরতি না মেনে রুশ সৈন্যদের গোলাবর্ষণ অব্যাহত থাকায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ফের স্থগিত করা হয়েছে।
রোববার (০৬ মার্চ) রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি এই তথ্য জানিয়েছে।
শনিবারও (০৫ মার্চ) সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছিল রাশিয়া। কিন্তু সেই চুক্তি তারা না মেনে গোলাবর্ষণ অব্যাহত রাখে। যার ফলে সেদিনও স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এদিকে যুদ্ধবিরতি পালনে ব্যর্থ হওয়ার জন্য ইউক্রেন ও রুশ বাহিনী একে অপরকে দোষারোপ করেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে এবং মস্কোর দাবি পূরণ হলেই রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে। রোববার (০৬ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদায়োনের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন তিনি।
রাশিয়া জোর দিয়ে বলেছে, ইউক্রেনের ওপর স্থল, আকাশ ও সমুদ্রের মাধ্যমে আগ্রাসন একটি বিশেষ সামরিক অভিযান। যা প্রয়োজন ছিল।