ইউক্রেনে ৩৬৪ বেসামরিক মানুষের মৃত্যু: জাতিসংঘ

  নাসিক নির্বাচন
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৩৬৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ সময় আহত হয়েছে ৭৫৯ জন।

রোববার (০৬ মার্চ) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হতাহতদের বেশির ভাগই গোলা, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ওএইচসিএইচআর। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর পর দেশটির সেনাদের ব্যাপক গোলাবর্ষণে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি চাপে আছে। সেখানে দুই পক্ষের সেনাদের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। এরই মধ্যে শুক্রবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

বিজ্ঞাপন

এদিকে, যুদ্ধবিরতি না মেনে রুশ সৈন্যদের গোলাবর্ষণ অব্যাহত থাকায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিওপোল থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ফের স্থগিত করা হয়েছে।