শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হচ্ছে: ডিসি

  নাসিক নির্বাচন
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হচ্ছে। ভোটের ফলাফল প্রকাশের পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, আমরা এখনও কোনও প্রার্থীর কাছ থেকে অভিযোগ পায়নি। আমরা যেহেতু মেশিনে (ইভিএম) কাজ করছি, সামান্য সমস্যা দেখা যেতে পারে। কিছু কিছু জায়গায় ভোটগ্রহণ স্লো হচ্ছে। নারীরা ভোট দিচ্ছেন তিনটি আলাদা আলাদা মেশিনে। তাই ভোটগ্রহণ একটু স্লো হচ্ছে। কোনো মেশিন (ইভিএম) বিকল হওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছে। গোয়েন্দারাও কাজ করে যাচ্ছে।