নাসিক নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে

  নাসিক নির্বাচন
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

নাসিক নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে

নাসিক নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

রোববার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এ বিষয়ে কেউ কোন অভিযোগও করেননি।

ইভিএমের কারণে ভোটদানে ধীরগতি সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জে মক ভোটিং এর ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। যার ফলে তাদের ভোট প্রদান সম্পর্কে বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময়ে লেগেছে। তবে যারাই এসেছে সবার ভোট গ্রহণ করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্যের প্রচার ও নারায়গঞ্জে তফসিল ঘোষণার পরে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে- এ বিষয়ে ইসিকে অবহিত করা হয়নি ইসি কমিশনার মাহবুব তালুকদারের এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটা আসলে তালুকদার স্যার ভালো বলতে পারবেন। তবে রির্টানিং অফিসারের কাছে যতগুলো অভিযোগ এসেছে, তিনি সবগুলো এড্রেস করেছেন।