শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান

  নাসিক নির্বাচন
  • সুলতান মাহুমদ আরিফ, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান

শেষ মুহূর্তে ভোট দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান।

রোববার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে বার একাডেমী খানপুরের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন নারায়ণগঞ্জের আলোচিত এ ব্যক্তিত্ব।

বিজ্ঞাপন

ভোট প্রদান শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ- আমাদের একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। আমি ১০ মিনিট আগে নারায়ণগঞ্জে ঢুকলাম, রিকশায় করে ভোট দিতে আসলাম। এখন পর্যন্ত যা শুনেছি তাতে বুঝলাম শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। 

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবারও নৌকা প্রতীকের জয় হবে বলে জানিয়েছেন শামীম ওসমান।


উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১৯২ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। এতে কিছুটা বিড়ম্বনায় পড়লেও এখন পর্যন্ত কোন ধরনের সংঘর্ষ সহিংসতার খবর পাওয়া যায়নি। যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন ঘটনা বলে যায়।