অস্ট্রেলিয়ার ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনে: মরিসন
রুশ-ইউক্রেন সংঘাতঅস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনের মাটিতে।
সোমবার (৭ মার্চ) রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র দিয়েছেন বলে জানান তিনি। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গত সপ্তাহে ইউক্রেনকে ৫ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র ও প্রাণঘাতী অস্ত্রের পাশাপাশি সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্কট মরিসন।
রাশিয়া এবং চীনের ঘনিষ্ঠ সম্পর্ক কৌশলগত নয় বরং সুবিধাবাদী হিসেবে বর্ণনা করে সমালোচনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একে একটি স্বৈরাচার জোট হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়া ও চীন একটি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছে।
মরিসন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানাতে বেইজিংয়ের ব্যর্থতা এবং অন্যান্য দেশের নিষেধাজ্ঞা আরোপের মধ্যেও রাশিয়ায় গমের ব্যবসা সম্প্রসারণের সমালোচনা করেন।