যুদ্ধের ময়দানে সামরিক সাজে বিয়ে করলেন দুই ইউক্রেনীয় সৈন্য

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন ইস্যূতে উত্তাল বিশ্ব। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনজুড়ে এখন চলছে ধ্বংসযজ্ঞ আর প্রাণহানি। এমন উত্তেজনাপূর্বক পরিবেশে ইউক্রেনীয় দুই সৈন্যের বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

রবিবার (৬ মার্চ) কিয়েভের একটি প্রবেশপথের চেকপয়েন্টে শহরের মেয়র ভাইটালিটি ক্লিটসকোর উপস্থিতিতে সামরিক সাজে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লেসা এবং ভ্যালেরি নামের দুই ইউক্রেনীয় সৈন্য।

বিজ্ঞাপন

নবদম্পতি দুজনেই ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষাবাহিনীতে কর্মরত আছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠের এক এলাকায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। ভিডিওতে লেসাকে ফুলের তোড়া হাতে দেখা যায়। উভয়ের হাতে রয়েছে শ্যাম্পেনের গ্লাস।

মেয়র ক্লিটসকো সোশ্যাল মিডিয়ায় বলেছেন, "তারা দীর্ঘদিন ধরে নাগরিক বিবাহে বসবাস করছে এবং এখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে।"

বিজ্ঞাপন

যুদ্ধের ময়দানে সামরিক সাজে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তীব্র গোলযোগের মাঝে এক দম্পতি পরিণয়ের সম্পর্কে বাঁধা পড়ছেন। তাদের পরনে সামরিক ইউনিফর্ম, চারপাশে দাঁড়িয়েছেন সহযোদ্ধা ইউক্রেনীয় সৈন্যরা। লেসা এবং ভ্যালেরিকে ঘিরে সহযোদ্ধা ইউক্রেনীয় সৈন্যরা স্থানীয় একটি গান পরিবেশন করেন।

রণক্ষেত্রে এই দম্পতির বিয়ের ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জার্মান দৈনিক বিল্ডের প্রতিনিধি পল রনঝেইমার। পরে অন্যান্য আরও অনেক গণমাধ্যমে সেই ভিডিওটি প্রকাশিত হয়; যা ইতোমধ্যে লাখ লাখ মানুষ দেখেছেন। ইন্টারনেটে নেটিজেনদের মন জয় করেছে এই ভিডিও, অনেকেই কমেন্টে এই সামরিক দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।