ইউক্রেনের হোস্তোমেল শহরের মেয়র গুলিতে নিহত

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের হোস্তোমেল শহরের মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো রুশ বাহিনীর গুলিতে মারা গেছেন।

সোমবার (০৭ মার্চ) শহর কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির

বিজ্ঞাপন

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষুধার্তদের খাবার এবং অসুস্থদের ওষুধ বিতরণ করার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় আরও দুজন গুলিবিদ্ধ হন।

এই শহরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সামরিক বিমানঘাঁটি রয়েছে।

বিজ্ঞাপন

শহর কর্তৃপক্ষ আরও জানায়, মেয়রকে কেউ রুশ সেনাদের বুলেটের নিচে যেতে বাধ্য করেনি। তিনি হোস্তোমেলের জন্য, নিজেদের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি নায়কের মতো মৃত্যুবরণ করেছেন।

হোস্তোমেলে গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেনীয় ও রাশিয়ান বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ চলছে।