ইউক্রেন ৪ শর্ত পূরণ করলেই অভিযান বন্ধ: পেসকভ

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেন চারটি শর্ত পূরণ করলেই সামরিক অভিযান বন্ধ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সোমবার (০৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শর্ত চারটি হলো- ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে, ইউক্রেন যে নিরপেক্ষ তা তাদের সংবিধানে লিপিবদ্ধ করবে, ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকার করতে হবে এবং দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে (ডিপিআর, এলপিআর) স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে হবে।

চলমান যুদ্ধের ১২তম দিনে এসে রাশিয়া এই প্রথম স্পষ্ট করে বললো, কি করলে তারা ইউক্রেনের ওপর সামরিক অভিযান বন্ধ করবে।

বিজ্ঞাপন

পেসকভ বলেন, ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে সচেতন। এবং তাদের বলা হয়েছিল এই চারটি শর্ত পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে হামলা বন্ধ করা হবে।

ইউক্রেনের নিরপেক্ষতার ইস্যুতে তিনি বলেন, তাদের সংবিধানে এমন সংশোধনী করা উচিত যে তারা কোনও ব্লকে প্রবেশ করবে না। যা কেবল দেশটির সংবিধান পরিবর্তনের মাধ্যমেই সম্ভব।

ক্রেমলিনের মুখপাত্র জোর দিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনের ওপর আর কোনও আঞ্চলিক দাবি করবে না।

আমরা ইউক্রেনের নিরস্ত্রীকরণ দেখতে চাই। আমরা এটি শেষ করব। কিন্তু মূল বিষয় হল ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে। তারা সামরিক পদক্ষেপ বন্ধ করলে কেউ গুলি করবে না।

রাশিয়ার এই চারটি শর্ত এমন সময় আসলো যখন যুদ্ধ বন্ধের লক্ষ্যে তৃতীয় দফা আলোচনার জন্য প্রস্তুত।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ অভিযানের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে খারাপ শরণার্থী সংকট দেখা দিয়েছে। এ নিয়ে সারা বিশ্বে ক্ষোভের জন্ম নিয়েছে।