ইউক্রেন থেকে বাংলাদেশিসহ ৫৮৭ শিক্ষার্থীকে সরিয়ে নিল ভারত

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমি থেকে ৫৮৭ শিক্ষার্থীকে সরিয়ে নিয়েছে ভারত। এরমধ্যে ভারতের ৫৭০ জন শিক্ষার্থীসহ বাংলাদেশ, নেপাল, তিউনিসিয়া ও পাকিস্তানের ১৭ জন শিক্ষার্থী রয়েছে বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, সুমি থেকে ভারত মোট ৫৯৭ জনকে সরিয়ে নিয়েছে। এর মধ্যে ৫৭০ জন ভারতীয় শিক্ষার্থী, ২০ জন ভারতীয় ওয়ার্ক পারমিটে রয়েছে। তবে ১৭ জন শিক্ষার্থীর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভারতীয় কর্মকর্তাদের কয়েকটি ছোট দল ইউক্রেনের পূর্ব অংশে গিয়ে বেশিরভাগ শিক্ষার্থী যারা কলেজ ক্যাম্পাস ও বাঙ্কারে আশ্রয় নিয়েছিল তাদেরকে উদ্ধার করে। শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য বাস ও যানবাহনেরও ব্যবস্থা করা হয়।

এর আগে, কিয়েভের ভারতীয় দূতাবাস রোববার টুইট করে জানিয়েছিল তাদের কর্মকর্তাদের একটি দল পোলতাভা শহরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন তিনি।

কথোপকথনের সময়, পুতিন যুদ্ধ-বিধ্বস্ত সুমি থেকে ভারতীয়দের সরিয়ে নিতে মোদিকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলন।

সুমিতে রুশ বাহিনীর গোলাবর্ষণ সত্ত্বেও ভারত তাদের নাগরিকদের সরানোর প্রক্রিয়া চালিয়েছে।