রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল, প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (০৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। খবর বিবিসির।

বিজ্ঞাপন

বাইডেন বলেন, এই আমদানি বন্ধের ফলে তার দেশকে মূল্য দিতে হবে। কিন্তু আইনপ্রণেতারা এমন পদক্ষেপের ব্যাপারে একমত।

রাশিয়ার জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে মতবিরোধ থাকায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের ছাড়াই একতরফাভাবে এই পদক্ষেপ নিল।

বিজ্ঞাপন

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে। যার কারণে ইইউ এখনই রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করতে চাচ্ছে না।

বাইডেনের নিষেধাজ্ঞা আরোপ করার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্য ঘোষণা করে তারা চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা করেছে।