ইউক্রেনে আবারও রুশ বাহিনীর যুদ্ধবিরতি ঘোষণা
রুশ-ইউক্রেন সংঘাতইউক্রেনের সহিংসতাপূর্ণ শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে আবারও ‘মানবিক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে রাশিয়া। এ নিয়ে তৃতীয়বারের মতো সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলো রাশিয়া।
বুধবার (৯ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে রাশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভ ও চেরনিভ, সুমি, খারকিভ এবং মারিউপোল শহর থেকে বেসামরিক ইউক্রেনীয়দের সরে যেতে করিডর করে দেবে রুশ বাহিনী। স্থানীয় সময় বুধবার (৯ মার্চ) সকাল ১০টা এই যুদ্ধবিরতির ঘোষণা কার্যকর হবে।
তবে আগের দুই দফায় রাশিয়া বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তা ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের শহর সুমি থেকে সফলভাবে অন্তত পাঁচ হাজার মানুষকে তারা সরিয়ে নিতে সক্ষম হয়েছে। তবে চেরনিভে উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রুশ বাহিনী ওই শহরটিতে হামলা অব্যাহত রেখেছে।