ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন
রুশ-ইউক্রেন সংঘাতপশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ইচ্ছা কমে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি আরও বলেন, দোনেৎস্ক ও লুহানস্ক পিপলস রিপাবলিককে (ডিপিআর, এলপিআর) স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে বাশিয়া, কিয়েভ প্রশাসন এ বিষয়ে আপস করতে প্রস্তুত।
এবিসি নিউজে সোমবার (০৭ মার্চ) রাতে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি অনেক আগেই বুঝতে পেরেছি ন্যাটো এই মুহূর্তে ইউক্রেনকে জোট নিতে প্রস্তুত নয়।
ন্যাটো বিতর্কিত বিষয়গুলোকে ভয় পায় বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে সংঘাতের শঙ্কায় ন্যাটো আমাদের জোটে নিতে চাচ্ছে না।
ন্যাটোর সদস্য পদ পাওয়া না পাওয়া সম্পর্কে জেলেনস্কি বলেন, তিনি এমন একটি দেশের প্রেসিডেন্ট হতে চান না, যে দেশটি হাঁটু গেড়ে ভিক্ষা করছে।
ন্যাটোর সদস্য পদ বিষয়ে জেলেনস্কির এই অবস্থান মস্কোকে আপাতত শান্ত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়া বারবার বলে আসছে, তারা কোনোভাবেই চায় না যে প্রতিবেশী ইউক্রেন ন্যাটোতে যোগ দিক।
সাম্প্রতিক বছরগুলোতে সাবেক সোভিয়েত ব্লকের দেশগুলোকে জোটে নিতে তৎপরতা চালাচ্ছে ন্যাটো। এতে ক্রেমলিনকে ক্ষুব্ধ করেছে। পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে একটি হুমকি হিসেবে দেখে থাকে রাশিয়া।