ইউক্রেন যুদ্ধে ৬ হাজার রুশ সেনা নিহত, দাবি যুক্তরাষ্ট্রের

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার হামলার আজ বৃহস্পতিবার ১৫তম দিন চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

যুদ্ধে রাশিয়ার প্রায় ১৫ হাজার থেকে ১৮ হাজার সেনা আহত হয়েছে বলে তিনি ধারণা করেছেন। তবে এর সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে নাম প্রকাশ না করা এই মার্কিন কর্মকর্তা।

তবে সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মার্কিন এই কর্মকর্তা রাশিয়ার সেনাদের এই মৃত্যুর হারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন।

গত সপ্তাহে রাশিয়া বলেছিল যে ইউক্রেনে তাদের ৫০০ বেশি সেনা মারা গেছে।

তবে বিবিসি জানিয়েছে, প্রকৃতপক্ষে যুদ্ধ কতজন নিহত ও আহত হয়েছে তার সঠিক তথ্য তারা যাচাই করতে পারেনি।