ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে রাশিয়া: হোয়াইট হাউস

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া ইউক্রেনে রাসায়নিক বা জৈব অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।

​​সাকি ইউক্রেনে জৈব অস্ত্র ও রাসায়নিক অস্ত্রের ল্যাব যুক্তরাষ্ট্র পরিচালনা করছে বলে রাশিয়ার দাবিকে অযৌক্তিক বলেন।

বিজ্ঞাপন

তিনি রাশিয়ার মিথ্যা এই দাবিকে পূর্বপরিকল্পিত, বিনা প্ররোচনাহীন আক্রমণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করার জন্য একটি স্পষ্ট চাল বলে অভিহিত করেন।

পশ্চিমা কর্মকর্তারা রাশিয়ার নতুন হামলার বিষয়ে একই ধরনের উদ্বেগের পর এই কথা বললেন সাকি। পশ্চিমা বলেছে যে যুদ্ধের ঝুঁকি আরও বাড়তে পারে এবং বিশেষ করে রাশিয়ার অপ্রচলিত অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা নিয়ে তারা খুব উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে বলেছিল যে রাশিয়া ইউক্রেনে থার্মোবারিক রকেট ব্যবহার করেছে। এই রকেটগুলিকে ভ্যাকুয়াম বোমাও বলা হয়।