পরিকল্পনা অনুযায়ী বিশেষ অভিযান চলছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বৃহস্পতিবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রাশিয়ার দৃষ্টিকোণ থেকে যুদ্ধটি কীভাবে বিকশিত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি বিশেষ অপারেশন এবং এটি পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে পশ্চিমারা বিপজ্জনক আচরণ করছে। তাদের এই আচরণ তথাকথিত সমস্ত নীতি ও মূল্যবোধের লঙ্ঘন।

বিজ্ঞাপন

রাশিয়ার অন্য কোনও দেশে আক্রমণ করার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, তারা কোনও দেশে আক্রমণ করেনি।