পুতিন তার শীর্ষ জেনারেলদের বরখাস্ত করেছেন, দাবি ইউক্রেনের!

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

টানা ১৬ দিন ধরে ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলছে তুমুল লড়াই। ইউক্রেনে সামরিক অভিযানের মধ্যে যা অর্জন করতে চেয়েছেন তাতে ব্যর্থ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- এমন দাবি পাওয়া যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে।

অন্যদিকে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনে যুদ্ধে 'ক্ষতির' কারণে পুতিন তার শীর্ষ জেনারেলদের বরখাস্ত করেছেন।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রতিরক্ষা সচিব ওলেক্সি দানিলভ দাবি করে বলেছেন, রাশিয়ার সিরিজজুড়ে বিব্রতকর পরাজয়ের দূর্বল কৌশলের জন্য দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) 'ফায়ারিং লাইনে' আছে। 

তিনি ইউক্রেনের সংবাদপত্র ইউক্রেইনস্কা প্রাভদাকে জানিয়েছেন, এখন পর্যন্ত আট জন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে এবং রাশিয়া তার কৌশল পরিবর্তন করেছে।  নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। রাশিয়ান ফেডারেশনে কী ঘটছে তা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। আমি বলতে পারি তারা হতাশ।

বিজ্ঞাপন

এর আগে রাশিয়ানরা কখনোই ভাবেনি এই জাতি এত ঐক্যবদ্ধ বলে জানান দানিলভ।

তথ্যসূত্র: এনডিটিভি।