মারিউপোলে মসজিদে গোলাবর্ষণ রুশ বাহিনীর

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বন্দরনগর মারিউপোলের একটি মসজিদে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। মসজিদটিতে তুর্কি নাগরিকসহ ৮০ জন বেসামরিক লোক আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১২ মার্চ) এ গোলাবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় লিখেছে, রুশ হানাদাররা মারিউপোলের সুলতান সুলেমান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররেম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু সেখানে লুকিয়ে আছে।

আরও বলা হয়, রাশিয়া মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনার অনুমতি দিচ্ছে না। শহরটিতে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তবে, বেসামরিক নাগরিকদের সরাতে ব্যর্থ হওয়ার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।

মস্কো বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করার কথা অস্বীকার করেছে।