ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে না: মস্কো

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনা বা পরামর্শ হচ্ছে না বলে জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রাইয়াবকভ।

শনিবার (১২ মার্চ) রাশিয়ার চ্যানেল ওয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন পরামর্শমূলক আলোচনা হচ্ছে না।

এর আগে, তিনি বলেছিলেন রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত, যদি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়।

বিজ্ঞাপন

গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দনবাসের দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন প্রেসিডেন্ট পুতিন। একই সঙ্গে ‘প্রজাতন্ত্র’ দুটিতে রুশ সেনাদের ‘শান্তিরক্ষী’ হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। জবাবে পশ্চিমা বিশ্ব নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ওপর।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে রাশিয়া।