যুদ্ধবিরতি ছাড়া শান্তি আলোচনা নয়: জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ছাড়া রাশিয়ার সঙ্গে কোনও শান্তি আলোচনা নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (১২ মার্চ) কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি সাংবাদিকদের বলেন, কিয়েভ এবং মস্কোর বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি সম্মত হওয়ার আগে রাশিয়ার সঙ্গে কোনও শান্তি আলোচনা শুরু করা যাবে না।

জেলেনস্কি বলেন, আমাদের কূটনীতিকরা কাজ করছেন। তারা আমাদের এবং রাশিয়ান ফেডারেশনের সম্ভাব্য এজেন্ডার বিষয় নিয়ে কথা বলেছেন। আমি চাই এটি বাস্তবায়িত হোক এবং শান্তি আলোচনাটি ১০০% যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হওয়া উচিত।

বিজ্ঞাপন

রাশিয়ান এবং ইউক্রেনীয় আলোচকদের মধ্যে ইতিবাচক কিছু অগ্রগতি হয়েছে বলে পুতিনের মন্তব্য উল্লেখ করে জেলেনস্কি বলেন, তিনি পুতিনের মন্তব্য শুনে আমি খুশি। কারণ গত ১২ বছরে আমি কখনই সংলাপের সম্ভাবনার কথাও শুনিনি।

রাশিয়ান সেনারা রাজধানী কিয়েভের ২৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। সেখান থেকেই হামলা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, যতদিন যুদ্ধবিরতির সম্ভাবনা আছে ততদিন জনগণকে বাইরে বের করে আনতে চেষ্টা করবো।

প্রেসিডেন্সিয়াল মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক উদ্যোগে সংলাপ চলছে। আজও পুতিনের সঙ্গে ফোনকলে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর এবং ফরাসি প্রেসিডেন্ট।