ইউক্রেনে রুশ হামলায় মার্কিন সাংবাদিক নিহত

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় রুশ বাহিনীর গুলিতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিক নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) ওই অঞ্চলের পুলিশ প্রধানের বরাতে এই খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

বিজ্ঞাপন

পুরস্কার বিজয়ী সাংবাদিক ব্র্যান্ড রেনড তিন বছর ধরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের হয়ে কাজ করছিলেন।

পুলিশ জানিয়েছে, ইরপিনের রোমানভিস্কি ব্রিজের কাছে রাশিয়ান সেনারা একটি গাড়িতে গুলি চালালে ৫১ বছর বয়সী ব্র্যান্ড রেনড মারা যান। এসময় গুরুতর আহত হন আরেক সাংবাদিক।

বিজ্ঞাপন

কিয়েভ পুলিশ প্রধান আন্দ্রে নেবিটভ ফেসবুক পোস্টে লিখেছেন, দখলদাররা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদেরও হত্যা করছে, যারা ইউক্রেনে রুশ সেনাদের নিষ্ক্রিয়তার বিষয়ে সত্য দেখানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, অবশ্যই সাংবাদিকতার পেশা একটি ঝুঁকিপূর্ণ। কিন্তু মার্কিন নাগরিক ব্র্যান্ড রেনড রুশ সেনাদের চতুরতা, নিষ্ঠুরতা এবং নির্মমতা তুলে ধরতে গিয়ে জীবন দিয়েছেন।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।