রাশিয়াকে কাউন্সিল অব ইউরোপ থেকে স্থায়ী বহিষ্কারের দাবি ইউক্রেনের

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাশিয়াকে অবিলম্বে কাউন্সিল অব ইউরোপ (সিওই) থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছে ইউক্রেন।

দেশটি বলছে, প্রতিবেশী দেশে সম্পূর্ণ বেআইনিভাবে সামরিক অভিযান চালিয়ে মানুষ হত্যার পর ইউরোপের আঞ্চলিক সংস্থার সদস্য থাকার অধিকার নেই রাশিয়ার। খবর আল-জাজিরার।

বিজ্ঞাপন

ফ্রান্সের স্ট্রাসবার্গে অনুষ্ঠিত কাউন্সিল অব ইউরোপের পার্লামেন্টে বক্তৃতাকালে এসব কথা বলেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল।

স্থানীয় সময় সোমবার (১৪ মার্চ) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি কাউন্সিল অব ইউরোপের পার্লামেন্টে বক্তৃতা করেন।

বিজ্ঞাপন

গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পরদিন কাউন্সিল অব ইউরোপ রাশিয়াকে কাউন্সিলের প্রতিনিধিকে সব কর্মকাণ্ড থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা দেয়। তবে কাউন্সিল থেকে স্থায়ী বহিষ্কার করা হলে তা হবে নজিরবিহীন।

কাউন্সিল অব ইউরোপ রাশিয়াকে সাময়িক বহিষ্কারের পর গত ১০ মার্চ কাউন্সিল অব ইউরোপ থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রালয়ের বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া আর কাউন্সিল অব ইউরোপে অংশ নেবে না। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কাউন্সিল অব ইউরোপের ক্ষতি করছে।’