রুশ আগ্রাসনে ন্যাটোভুক্ত কিছু দেশ মুগ্ধ: জেলেনস্কি
রুশ-ইউক্রেন সংঘাতইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে ন্যাটোভুক্ত কিছু দেশ মুগ্ধ।
মঙ্গলবার (১৫ মার্চ) ন্যাটোভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তিনি একথা বলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ন্যাটো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। কিন্তু ন্যাটো ইউক্রেনকে নো-ফ্লাই জোন ঘোষণায় অস্বীকৃতি জানাল। এতে আমরা হতাশ হয়েছি।
তিনি আরও বলেন, আমরা শুনতে পায় রাশিয়ার বিমানের জন্য ইউক্রেনের আকাশ বন্ধ করে দিলে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তার জন্য নাকি মানবিক নো-ফ্লাই জোন এখনও বাস্তবায়িত হয়নি।
জেলেনস্কি বলেন, নো-ফ্লাই জোন ঘোষণা না করায় রুশ সেনাবাহিনী ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলিতে বোমাবর্ষণ করে আবাসিক ভবন, হাসপাতাল ও স্কুল ধ্বংস করে দিচ্ছি। আজকেও কিয়েভের চারটি বহুতল ভবনে বোমাবর্ষণ করা হয়েছে, এতে কয়েক ডজন নিহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে ইউক্রেন ন্যাটো জোটের চেয়ে আন্তর্জাতিক অংশীদারদের সমর্থনের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, অবশ্যই, ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, আমরা এটা বুঝি। আমরা বহু বছর ধরে ন্যাটোর দরজা আমাদের জন্য খোলার কথা শুনেছি, কিন্তু আমরা এটাও শুনেছি যে আমরা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারি না।
তিনি আরও বলেন, রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোর এখনই উচিত ন্যাটোর বাইরে তাদের ‘স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা’ নিয়ে ভাবা।