রাাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এখন বাস্তবসম্মত: জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলমান যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা এখন আরও বেশি বাস্তবসম্মত জায়গায় এসেছে। তবে ইউক্রেনের স্বার্থে আলোচনা সফল হতে এখনও কিছুটা সময় প্রয়োজন।

মঙ্গলবার (১৫ মার্চ) সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এমন ইঙ্গিত দেন তিনি।

বিজ্ঞাপন

জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে জয় পেতে গেলে ইউক্রেনের সব নাগরিককে কাজ করতে হবে। শান্তি আলোচনায় যারা অংশ নিয়েছে তাদেরও কাজ করে যেতে হবে।

এই আলোচনা বুধবারও চলবে বলে জানান তিনি। আলোচনাকে এখন অনেক বেশি বাস্তবসম্মত বললেও জেলেনস্কি তার কোনো বিশদ ব্যাখ্যা দেননি।

বিজ্ঞাপন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

রাশিয়ার দাবি, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে, তারা ন্যাটোতে যোগ দেবে না। এছাড়া দেশটিকে ডোনেস্ক, লুহানস্ক ও ক্রিমিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে।