বাইডেনের ওপর নিষেধাজ্ঞা মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন নয়: ক্রেমলিন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার অর্থ এই নয় যে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়।

বুধবার (১৬ মার্চ) তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।

বিজ্ঞাপন

ক্রেমলিনের মুখপাত্র বলেন, এই নিষেধাজ্ঞার অর্থ যোগাযোগ রাখতে অস্বীকার করা নয়। প্রয়োজনে যোগাযোগ আবার শুরু হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জো বাইডেনের সঙ্গে কথা বলেননি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি, সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন ​​সাকি ।

তবে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে মস্কো শিগগিরই নিষেধাজ্ঞার এই তালিকা প্রসারিত করবে।