‘পুতিনকে ক্ষমতাচ্যুত করার কোনও পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের’

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার কোনও পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।

শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের ওয়ারশতে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না। বাইডেনের এ কথার পাল্টা জবাব দিয়ে ক্রেমলিন বলেছে, পুতিন ক্ষমতায় থাকবেন কি না, সে সিদ্ধান্ত বাইডেন নেবেন না।

বিজ্ঞাপন

রোববার (২৭ মার্চ) এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন একথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে এ বিষয়ে হোয়াইট হাউস পরিষ্কার করে বলেছে বাইডেন শাসনক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি। তিনি বলতে চেয়েছেন, পুতিনকে তার প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাশিয়া বা অন্য কোনও দেশের শাসন পরিবর্তনের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।

ব্লিঙ্কেন বলেন, কোনও দেশের শাসন পরিবর্তন সেই দেশের জনগণের ওপর নির্ভর করে। তেমনি রাশিয়ান জনগণের ওপর নির্ভর করে পুতিন ক্ষমতায় থাকবে কিনা।

এর আগে, রাশিয়ার জনগণের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না।