পুতিনের অর্জন শূন্য: পেন্টাগন

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ তীব্র হওয়া সত্ত্বেও দেশটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্জন শূন্য বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

শনিবার (২৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিজ্ঞাপন

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ইউক্রেনে পুতিনের যেসব উদ্দেশ্য ছিল সেখানে তার অর্জন ‘ঠিক শূন্য’।

তিনি বলেন, আমাদের মূল্যায়ন হল, ডনবাসে রাশিয়ারা ক্রমবর্ধমান কিছু অর্জন অব্যাহত রয়েছে। তবে, তা খুব বড় মাত্রায় নয়। ইউক্রেনীয়দের জোরালো প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

পেন্টাগনের মুখপাত্র বলেন, আমরা প্রায় ১০০ দিন পার করেছি এবং কৌশলগত লক্ষ্যগুলোতে পুতিনের অর্জন আসলে শূন্য।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের সংস্কৃতি ও পরিচয়কে মুছে ফেলার জন্য অভিযুক্ত করেছেন।

তিনি বলেন, পুতিন শুধু ইউক্রেন দখল করার চেষ্টাই করছেন না, তিনি আক্ষরিক অর্থে ইউক্রেনের জনগণের সংস্কৃতি এবং পরিচয় মুছে ফেলার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, রুশ সেনা বাহিনী ইউক্রেনের স্কুল, হাসপাতাল, জাদুঘরে আক্রমণ করছে। যা দেশটির সংস্কৃতি নির্মূল করা ছাড়া অন্য কোন উদ্দেশ্য নয়।