অবিলম্বে ইউক্রেনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের ১০০তম দিনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে ইউক্রেনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, জাতিসংঘ সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে প্রস্তুত।

শনিবার (০৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেন, দুঃখজনক যে আমরা আজ যুদ্ধের ১০০তম দিন উদযাপন করছি।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সহিংস এলাকায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া, বেসামরিক নাগরিকদের জরুরি সুরক্ষা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি যুদ্ধের শুরু থেকেই জোর দিয়েছি, যে এই দ্বন্দ্ব নিরসনের জন্য আলোচনা এবং সংলাপের প্রয়োজন। যুদ্ধের অবসান ঘটাতে উভয়পক্ষই যত তাড়াতাড়ি কূটনৈতিক প্রচেষ্টা চালাবে। যা ইউক্রেন, রাশিয়া এবং বিশ্বের স্বার্থে মঙ্গলজনক।

জাতিসংঘ এই ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে সফল করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।