কলেরা প্রাদুর্ভাবের ঝুঁকিতে মারিউপোল: যুক্তরাজ্য

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোল কলেরার প্রাদুর্ভাবের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কারণ শহরটিতে ইতিমধ্যেই চিকিৎসা সেবা পতনের দ্বারপ্রান্তে। খবর বিবিসির।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় লিখেছে, ইউক্রেনের দক্ষিণের খেরসন অঞ্চলেও ওষুধের চরম ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে রাশিয়া অধিকৃত অঞ্চলের জনগণ মৌলিক সেবার জন্য সংগ্রাম করছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোলে কয়েকমাসের অবিরাম বোমা হামলার পর সম্প্রতি রুশ বাহিনী শহটির নিয়ন্ত্রণ নেয়।

নগরীটির নির্বাসিত উপ-মেয়রও বলেছেন, মারিউপোলে এখনও ১ লাখ মানুষ আছে। তারা কলেরার প্রাদুর্ভাবের ক্রমবর্ধমান ঝুঁকিতে আছে।

বিজ্ঞাপন

গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র কর্মকর্তা ডরিট নিতজান বলেন, রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোর মধ্যে মারিউপোলে কলেরার ঝুঁকি রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযানের প্রথম দিকেই মারিউপোলে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে শহরটি জোরপূর্বক নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। হামলায় কয়েক হাজার বেসামিরক ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে।