মধ্যপ্রাচ্যে থেকে সেনা প্রত্যাহার করবে না অস্ট্রেলিয়া

  ইরান-আমেরিকা দ্বন্দ্ব
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ছবি: সংগৃহীত

ইরাকে অবস্থান করা কোনো অস্ট্রেলীয় সেনা সদস্যকে প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ইরাকে যে সব অস্ট্রেলীয় সেনা সদস্য রয়েছে তারা সেখানেই থাকবে। ইরাকে তারা তাদের মিশন চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের মরিসন আরও বলেন, এই সপ্তাহের মধ্যেই হরমুজ প্রণালীতে একটি অস্ট্রেলীয় নৌযান পাঠানো হবে। সেখানে চলাচলকৃত জাহাজগুলোর সুরক্ষায় নৌযানটি কাজ করবে।

ইরাকে অবস্থিত মার্কিন প্লেন ঘাঁটিতে হামলা করার পরেই এই ঘোষণা দিলো অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

এদিকে হামলার পর মার্কিন জোটের অনেক দেশই তাদের সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।