‘তৈমুর আলমের এজেন্ট বের করে দেওয়ার ক্ষমতা কারো নেই’
নাসিক নির্বাচননারায়ণগঞ্জ থেকে: সব কেন্দ্রে আমার এজেন্ট রয়েছে। আমার এজেন্ট বের করে দেওয়ার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
রোববার (১৬ জানুয়ারি) কেন্দ্রে পরিদর্শনে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দুই একটি ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ভোটারদের কারো কারো মধ্যে ইভিএম নিয়ে অভিযোগ রয়েছে। তারা বলছে ত্রুটিপূর্ণ।
তৈমুর আলম আরো বলেন, পুলিশী প্রভাব খাটিয়ে আমার যুবদলের নেতা মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কোন ঘটনা নেই। আশা করব, শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে।
এ সময় তিনি নির্বাচনে জেতা ব্যাপারে আশাবাদি জানিয়ে বলেন, লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা জিতব।
এর আগে সকাল সোয়া আটটার দিকে ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসার ৭ নং বুথে ভোট দেন তিনি। এটি ৯৫ নং কেন্দ্রে। এ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ২৮৭টি।
তৈমুর আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে ছিলেন। দলের সিদ্ধান্তের বাইরে এসে নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারপারসনের উপদেষ্টা পদসহ বিএনপির একাধিক পথ হারান তিনি।