ভোট কেন্দ্র থেকে যুবদল নেতাকে আটকের অভিযোগ

  নাসিক নির্বাচন
  • আকরাম হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভোট কেন্দ্র থেকে যুবদল নেতাকে আটকের অভিযোগ

ভোট কেন্দ্র থেকে যুবদল নেতাকে আটকের অভিযোগ

নারায়ণগঞ্জ থেকে: ভোট কেন্দ্র থেকে মহানগর যুবদল নেতা মনোয়ার হোসেন সুখনকে আটকের অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

রোববার (১৬ জানুয়ারি) সকাল এগারোটায় নগরীর ২০নং ওয়ার্ডের সোনাকান্দা কেন্দ্র থেকে ওই যুবদল নেতাকে পুলিশ আটক করে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

নগরীর বার একাডেমি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন তৈমুর আলম খন্দকার।

তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে আমাদের মহানগর যুবদল নেতাকে কিছুক্ষণ আগে ভোট কেন্দ্র থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ধরনের পুলিশী হয়রানির অভিযোগ আসছে।

বিজ্ঞাপন

তৈমুর বলেন, ইভিএম মেশিন নিয়ে অনেকটা সমস্যা হচ্ছে। এটা স্লো কাজ করছে। আবার কোথাও কোথাও এটা ত্রুটিপূর্ণ। সব কেন্দ্রে কোন বাধা ছাড়াই তার এজেন্ট প্রবেশ করতে পেরেছে বলে জানিয়েছেন তৈমুর আলম খন্দকার। ভোটের পরিবেশ এখন পর্যন্ত মোটামুটি ভালো বলেও জানান তিনি।